ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

তিন দিন পর নিহত যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ১১:২৪, ১৫ আগস্ট ২০২৪
তিন দিন পর নিহত যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দুল্লাহর (৩৫) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জোহরপুর ট্যাঁক সীমান্তে লাশ হস্তান্তর করা হয়।

বিজিবির ৫৩ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মনির উজ জামান বলেন, সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আব্দুল্লাহর মরদেহ ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যের পাশাপাশি দুই দেশের পুলিশ ও  জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গত রোববার আব্দুল্লাহসহ কয়েকজন ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসফ সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আব্দুল্লাহ মরদেহ তার ছোট ভাই জাহাঙ্গীর আলমকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মেহেদী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়