কেরানীগঞ্জে ৭১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
কেরানীগঞ্জ সংবাদাদাতা || রাইজিংবিডি.কম
ঢাকায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (১৫ অগাস্ট) সকালে র্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইম মাঝি (২১) ও মো. অপু মৃধা (২৯)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।