বগুড়ায় ছেলের কোদালের আঘাতে প্রাণ গেলো বাবার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ার দুপচাঁচিয়ায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নিহত কফিজ উদ্দিনের (৬৫) ছেলে জুয়েল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে জুয়েল তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় তার বাবা কফিজ উদ্দিন মারধর করতে নিষেধ করলে জুয়েল তার প্রতি ক্ষিপ্ত হন। এক পর্যায়ে বাবাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ জুয়েলকে আটক করে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এছাড়াও হত্যার সঙ্গে জড়িত জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত জুয়েল প্রাথমিকভাবে তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনাম/ইমন