ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মানিকগঞ্জে পৌর প্যানেল মেয়রকে কান ধরে ওঠবস

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৫ আগস্ট ২০২৪  
মানিকগঞ্জে পৌর প্যানেল মেয়রকে কান ধরে ওঠবস

মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তসলিম হৃদয়কে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক তসলিম হৃদয়কে কান ধরে ওঠবস করাচ্ছেন। এদিন সন্ধ্যায় ক্রীড়া সংস্থার চত্বরে তাকে কান ধরে ওঠবস করানো হয় বলে জানা গেছে।

তসলিম হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লওখন্ডা এলাকার মো. লাল চাঁন মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র।

তসলিম হৃদয় বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেয়। তবে জনপ্রতিনিধি হওয়ার পর থেকে অনেক অসৎ লোকের দুর্নীতি বন্ধ করেছি। তারাই হয়তো তাদের লোকজন দিয়ে আমাকে লাঞ্ছিত করেছে। তবে কাউকে চিনতে পারিনি।’

চন্দন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়