২৭ দিন পর ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চালু
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর চালু হলো দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চলাচল। দীর্ঘদিন পর রেলে ভ্রমণ করতে পারায় স্বস্তি ও খুশি এই রুটের যাত্রীরা৷
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যথাসময়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মাধ্যমে রেল যোগাযোগ সচল হয়।
জানা গেছে, দেশের সবচেয়ে দীর্ঘতম রেলরুট পঞ্চগড়-ঢাকা। এ রুটে একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন নিয়মিত চলাচল করছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সেই সাথে সরকার পতনসহ বিভিন্ন কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল।
যাত্রীরা জানান, যাতায়াত স্বস্তির হওয়ায় জেলার এক বড় অংশ মানুষের যাতায়াত ভরসা ট্রেন। দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। যদিও অনেকেই নিরুপায় হয়ে বাসে যাতায়াত করতে বাধ্য হয়েছেন৷ এতে গুনতে হয়েছে দ্বিগুণ ভাড়া। হয়েছে ভোগান্তি ও সময় অপচয়৷
ইবনে মাসুদ নামে এক যাত্রী বলেন, দীর্ঘদিন পর ট্রেনে ভ্রমণ করতে পেরে আমি অনেক খুশি। বাসে যাতায়াতে টাকা ও সময় অপচয় হয়। ট্রেন চালু হওয়ায় এখন ভোগান্তি কমবে।
হুমায়ুন কবীর নামে আরেকজন বলেন, পঞ্চগড় থেকে ঢাকা অনেক দূরের পথ। ১২ থেকে ১৩ ঘণ্টা আমাদের জার্নি করতে হয়। কিন্তু আগে ট্রেনের অবস্থা ভালো থাকলেও গত কয়েক মাস ধরে এখানে পুরাতন ও ভাঙাচোরা বগি দিয়ে ট্রেনগুলো চালানো হচ্ছে। এতে আমাদের অনেক সমস্যা ও ভোগান্তি হচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতসহ যাবতীয় প্রস্তুতি নিয়ে যথাসময়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বাকী ট্রেনগুলোও সঠিক সময়ে ছেড়ে যাবে।
নাঈম/টিপু