ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাই শ্রদ্ধা জানালেন পৌর মেয়র নাদের

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১৮, ১৫ আগস্ট ২০২৪
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাই শ্রদ্ধা জানালেন পৌর মেয়র নাদের

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাই শ্রদ্ধা জানান সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে একাই জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্বা জানান তিনি। শ্রদ্ধা জানানোর পর ধুলা জমে থাকা বঙ্গবন্ধুর ছবি হাত দিয়ে মুছে দেন। তিনি আবেগ আপ্লূত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

গত ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতন এবং সভাপতি শেখ হাসিনা দেশ ত্যাগের পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। অনেকে আবার প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন। আজকে সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। জাতীয় ও দলীয় পতাকা উড়ানো হয়নি। 

আরো পড়ুন:

জেলার সকল নেতাকর্মী গা ঢাকা দিলেও ব্যতিক্রম পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখত। তিনি ৬ আগস্ট থেকে পৌরসভায় দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নাগরিক সেবা। আর এতে খুশি পৌরবাসী।

পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আমরা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর তয়না শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যাব। এখন আওয়ামী লীগের দুঃসময়, এখন আমাদের সবাইকে একসঙ্গে শেখ হাসিনার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। যারা পলাতক আছেন, আমি বিশ্বাস করি, তারা দ্রুত রাজনীতির মাঠে ফিরে আসবেন। সেইসঙ্গে আমরা মুজিব আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।’ 

এদিকে, সুনামগঞ্জ আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শহরের কালেক্টরেট এলাকার স্মৃতিসৌধে মিছিল করে যান আ্ওয়ামী আইনজীবী পরিষদের নেতারা। পরে ওখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। 
 

মনোয়ার/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়