ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

দেশব্যাপী বিএনপি’র অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৩৫, ১৫ আগস্ট ২০২৪
দেশব্যাপী বিএনপি’র অবস্থান কর্মসূচি

অরাজকতা সৃষ্টি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে গণহত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশব্যাপী এসব অবস্থান কর্মসূচি পালিত হয়। 

নারায়ণগঞ্জ: 
আওয়ামী লীগ ও জাতীয়পার্টির নেতাকর্মীদের যেকোনো নৈরাজ্য ও অরাজকতা রুখে দিতে সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এদিন দুপুরে সোনারগাঁও পৌরসভা মাঠে মতবিনিময় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।

গোপালগঞ্জ: 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো গোপালগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা। 

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদস্য সচিব মাহমুদুল হামান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ মো. আব্দুল্লাহ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, বিএনপি নেতা এস এম মাহামুদসহ অন্যান্যরা।

গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির  বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা:
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের নিউমার্কেট এলাকা হতে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে এক  বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম। 

লক্ষ্মীপুর:
শোক দিবসের নামে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের চেষ্টার প্রতিবাদ ও শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লক্ষ্মীপুরের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার দুপুরে শহরের ঝুমুর থেকে ‘বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলন লক্ষ্মীপুর জেলা’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা। 

এ সময় একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহুনী শহীদ আফনান  চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

এতে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক এনামুল হক, আরমান হোসাইন, আবদুর রহিম আসাদ, ইমাম মো. রায়হান, নাসিরুজ্জামান ও আফিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

রংপুর:
ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি। 

বৃহস্পতিবার দুপুরে কর্মসূচি পালনে বিভাগীয় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এতে দলের অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুন নবী ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ: 
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তারা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচিতে যোগ দেয়।

সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুলের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। 

এসময় বিএনপির পাশাপাশি যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা:
ছাত্র-জনতার উপর গুলি ও গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ভোলা জেলা বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে ভোলা প্রেস ক্লাব চত্বরে এই  অবস্থান কর্মসুচী শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যলয় গিয়ে শেষ হয়।   

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুব দলের সভাপতি  ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক  তানবির তালুকদার, ভোলা জেলা শ্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির  আলম রবিন চৌধুরী, সহ-সভাপতি জাকির হোসেন মনির, লুকু চৌধুরীসহ অনেকে।

এ সময় বিএনপি’র  বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত  ছিলেন।

 টাঙ্গাইল:
আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। 

বৃহস্পতিবার সকাল থেকে শহরের পৌর উদ্যানে জেলা বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন ও আবুল কাশেম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সহ-সভাপতি শাহীন আকন্দ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড়, সদস্য সচিব এমএ বাতেন, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমুখ।

ঝিনাইদহ:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জেলা ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে দুই সংগঠনের কর্মীরা শহরের পায়রা চত্বর ও পোস্ট অফিস মোড়ে জড়ো হন। সেখানে তারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি গ্রহণ করেন।

জেলার কালীগঞ্জ, শৈলকুপা, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা শহরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা পৃথকভাবে কর্মসূচি পালন করে। তবে জেলাব্যাপী কোথাও আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ই আগস্টের শোক দিবস পালনের খবর পাওয়া যায়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারমিন সুলতানা জানান, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তারা শহরের পোস্ট অফিস মোড়ে দিনব্যাপী অবস্থান কর্মসুচি পালন করছেন।

নাটোর:
সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে শিগরিই দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে হাসিনা। বর্তমান সরকারের কাছে দাবি, এই খুনি দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক।’

শেরপুর:
ছাত্রজনতার উপর গুলি করে গণহত্যাকারীদের বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শেরপুর জেলা বিএনপি। 

বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আবার একই যায়গায় শেষ হয়। 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী।

শেখ হাসিনার বিচারের দাবিতে রংপুরের রাজপথে ছাত্র আন্দোলনকারীরা

মুন্সীগঞ্জ:
সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহতে মুন্সীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার সকাল থেকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরের খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। 

কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে এবং সকল ধর্মের মানুষের শান্তি বজায় রাখার  নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়। এ সময় বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেনকে সংযত থেকে বক্তব্য রাখার হুশিয়ারি দেওয়া হয়।

কুষ্টিয়া: 
শেখ হাসিনা সরকারের গণহত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপি এনএস রোডে নিজস্ব কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে। 

সেখানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির সরকার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে বিকেলে মিরপুরে বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনিক/বাদল/শাহীন/লিটন/আমিরুল/মনোয়ার/আদিল/কাওছার/শাহরিয়ার/আরিফ/তারিকুল/রতন/কাঞ্চন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়