ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

মামার বিয়েতে গিয়ে ভাই-বোনের ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৫ আগস্ট ২০২৪  
মামার বিয়েতে গিয়ে ভাই-বোনের ডুবে মৃত্যু

ফাইল ফটো

যশোরের কেশবপুরে মামার বিয়েতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। 

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আশরাফুজ্জামান।

এলাকাবাসী জানায়, উপজেলার হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শিক্ষার্থী শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে ওই দুই শিশু গোসল করতে নামে। তাদের খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তবিবুর রহমানের ছোট ছেলে সাগর হোসেন বলেন, ‘তার বড় ভাই সোহাগ হোসেনের বিয়ে আগামীকাল শুক্রবার। বিয়ে উপলক্ষে বেড়াতে এসে দুই বোনের ছেলে ও মেয়ে পানিতে ডুবে মারা গেল। এ ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়ে গেছে।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, ‘মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়।’

রিটন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়