গোপালগঞ্জে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক স্থান থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার সাফলীডাঙ্গা গজারিয়াপাড়া গ্রামের একটি বালুর মাঠ ও দুপুরে ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের একটি পুকুর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দুজন হলো- গজারিয়াপাড়া গ্রামের তাপস টিকাদারের ছেলে অপূর্ব (৪) ও তারাইল গ্রামের সচীন বিশ্বাসের ছেলে অর্ণব বিশ্বাস (১৬ দিন)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে অপূর্ব ঘর থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রাত ১০টার দিকে গ্রামের একটি বালুর মাঠে তার মরদেহ পরে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘বুধবার দুপুরে মা মাধুরী বিশ্বাস তার ১৬ দিন বয়সী শিশু অর্ণব বিশ্বাসকে ঘরে রেখে বাহিরে টিউবওয়েলে গোসলে যান। ফিরে এসে দেখেন অর্ণব নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় অর্ণবের বাবা সচীন বিশ্বাসের মুঠোফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল আসে। সে সময় সন্তানকে ফিরে পেতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাৎক্ষণিক ১০ হাজার টাকা পাঠালেও অর্ণবকে ফেরত দেয়নি অপহরণকারীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। ঘটনার একদিন পর একটি পুকুরে অর্ণবের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।’
বাদল/কেআই