ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শেখ হাসিনার উসকানি জনগণ রুখে দিয়েছে: আসিফ মাহমুদ

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ১০:১৩, ১৬ আগস্ট ২০২৪
শেখ হাসিনার উসকানি জনগণ রুখে দিয়েছে: আসিফ মাহমুদ

ভারতে বসে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, গণহত্যার মূল হোতা শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। কিন্তু জনগণ তা রুখে দিয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশকে অস্থিতিশীলের যে কোনো চেষ্টা বাংলাদেশের জনগণই রুখে দেবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জে মো. আমানতের জানাজায় অংশগ্রহণ শেষে সার্কিট হাউজে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ  বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ গড়ার পথে একসঙ্গে চলবে। কোটা আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের সবার বিচারও নিশ্চিত করা হবে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অনেককে গ্রেপ্তার করেছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই দেশে স্বৈরাচারের পতন হয়েছে। তবে এখন দেশ গড়ার পালা। দেশের স্থিতিলতার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কর্মস্থলে ফিরে আসতে হবে এবং রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদেরও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে। তাই শিক্ষার্থীদের আমি বিনীতভাবে অনুরোধ করবো আগামী রোববার থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানিয়ে তারা যেন ক্লাসে ফিরে যায়।’

অনিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়