দীর্ঘদিন পর সরগরম মানিকগঞ্জ বিএনপি কার্যালয়
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দীর্ঘদিন পর মানিকগঞ্জে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে জেলা বিএনপি কার্যালয়। আওয়ামী লীগ সরকারের বাধার মুখে এতদিন রাজপথে কোনো দলীয় কর্মসূচি পালন করতে পারেনি বলে দাবি তাদের।
গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে জেল থেকে মুক্ত নেতাকর্মীরা। গত দেড় সপ্তাহে সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহতে জেলা কার্যালয়সহ উপজেলাগুলোতে অবস্থান কর্মসূচি, পথসভাসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠছে জেলা বিএনপি কার্যালয়সহ রাজপথ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযােগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এড. আজাদ হোসেন খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
এছাড়া জেলা বিএনপির সভাপতি গত কয়েকদিনে প্রতিটি উপজেলায় পথসভা করেছেন। এসব পথসভায় তিনি অন্যায়ভাবে কারো বাড়িঘর ভাঙচুর না করার অনুরোধ জানান। কোনও ধরনের অপকর্ম ও বাড়িঘর ভাঙচুর করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।
দেশ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ায় মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিজয় মেলা মাঠে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকেন। পরে হাজার হাজার ছাত্রজনতাসহ বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে সমাবেশ করেন।
আফরোজা খান রিতা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের বাধার মুখে বছরের পর বছর রাজপথে দলীয় কর্মসূচি পালন করতে পারেনি নেতাকর্মীরা। দফায় দফায় হুমকি, হামলা, মামলা চালিয়ে জেলা বিএনপির কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। স্বৈরাচার হাসিনার পতনের পর বিএনপি নেতাকর্মীরা তাদের অধিকার ফিরে পেয়েছে। এরই অংশ হিসেবে দলীয় কার্যালয় এখন নেতাকর্মীর উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে।
চন্দন/টিপু