ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৪৩, ১৬ আগস্ট ২০২৪
রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা

ফাইল ফটো

রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, সকাল সোয়া ৮টার পর কারাগারের ভেতরের গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই কয়েদির মধ্যে ঝগড়া বাধে। তারা হলেন- বাহার ও রফিকুল। একপর্যায়ে রফিকুল বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরের কয়েদিরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

আমিরুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়