জুয়া খেলায় বাধা দেওয়ায় ৩ আন্দোলনকারীকে জখম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জনকে মারধর করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার খড়মপুরে তাদের মারধর করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন।
আহতরা হলেন- আমজাদ সাদি, মো. রিফাত ও আশিস খাদেম। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ছাত্র আন্দোলনকারীরা জানান, গতকাল রাতে খড়মপুর এলাকার রেললাইনের পশ্চিম পাশে জুয়ার আসর বসার তথ্য জানতে পেরে ছাত্ররা সেখানে যান। এসময় সেখানে যারা জুয়া খেলছিলেন তারা সংঘটিত হয়ে ছাত্রদের ওপর হামলা করে। এ ঘটনায় তিন জন আহত হন। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, শিক্ষার্থীরা থানায় এসেছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
মাইনুদ্দীন/মাসুদ