ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

চাকরি পুনর্বহালের দাবি ‘বিডিআর’ জোয়ানদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:০৪, ১৬ আগস্ট ২০২৪
চাকরি পুনর্বহালের দাবি ‘বিডিআর’ জোয়ানদের

চাকরিতে পুনর্বহালের দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে খুলনা নগরী শিববাড়ি মোড়ে জড়ো হয়ে তারা ঘণ্টাব্যাপী এ কর্মসূটি পালন করেন। কর্মসূিচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারও অংশ নেয়। 

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোগে ৫৭ সেনা কর্মকর্তা প্রাণ হারান। হত্যাকাণ্ডের সেই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে নিরাপরাধ বিডিআর জোয়ানদের মিথ্যা মামলায় জেল দেন। যে কারণে ২৮ হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার আজও অসহায় জীবনযাপন করছে। 

তারা বলেন, পরিবার-পরিজন নিয়ে আগামীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে আমরা পুনরায় চাকরির সুযোগ চাই।

আরো পড়ুন:

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়