ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শনিবার খোলা থাকবে চট্টগ্রাম কাস্টম হাউস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৬ আগস্ট ২০২৪  
শনিবার খোলা থাকবে চট্টগ্রাম কাস্টম হাউস

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় চট্টগ্রাম কাস্টম হাউজের শুল্কায়ন সংক্রান্ত কাজে স্থবিরতার সৃষ্টি হয়। এ অবস্থায় আমদানি-রপ্তানিকারকদের সুবিধার্থে সরকারি ছুটির দিন শনিবার চট্টগ্রাম কাস্টম হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে শনিবার (১৭ আগস্ট) অফিস খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কাস্টমস হাউস সূত্র জানায়, সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে টানা পাঁচ দিন ইন্টারনেট সেবা বন্ধ ছিলো। ফলে কাস্টমস-এর অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মূলত এই সফটওয়্যারের মাধ্যমেই আমদানি-রপ্তানি হয়ে থাকে। ইন্টারনেটের কারণে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম কাজ না করায় প্রায় এক সপ্তাহ কাস্টম-এর শুল্কায়ন বন্ধ ছিলো। এতে বন্দরে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। ফলে পোর্ট ইয়ার্ডে কনটেইনারের জট সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ছুটির দিনেও শুল্কায়ন চালু রেখে কনটেইনার জট কমানোর উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। 

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়