ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মানিকগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৬ আগস্ট ২০২৪  
মানিকগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ফটো

মানিকগঞ্জে নদীতে ডুবে তারেক মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত তারেক সদর উপজেলার আইরমাড়া গ্ৰামের  মো. আজমত মিয়ার ছেলে। চার ভাই-বোনের মধ্যে তারেক ছিল  একমাত্র পুত্র সন্তান।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে নূর-আনী গঙ্গা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত তারেক মৃগী রোগে আক্রান্ত ছিলে বলেও জানান তারা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাবিল হোসেন জানান, মৃত্যুর ঘটনায় কেউ থানায় জানায়নি। যদি আইনানুগ কোনো বিষয় থেকে থাকে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চন্দন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়