ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

টাঙ্গাইলে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১৬ আগস্ট ২০২৪  
টাঙ্গাইলে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউল আলম তালুকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিআরামারুয়া গ্রামে হামলা হয় বলে জানান মতিউল আলম তালুকদার। 

মতিউল আলম তালুকদার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দোয়া মাহফিল করা হয়েছে। এসব কর্মসূচিতে  ঈর্ষান্বীত হয়ে আজ দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী দেশী অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে নগদ টাকা লুটপাট করে। এ ঘটনায় আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা দলীয় কর্মসূচি পালন করলেও কারো কোনো ক্ষতি করিনি। আমি অন্তবর্তীকালীন সরকারের কাছে বিচার দাবি করছি।’

আরো পড়ুন:

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়