ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৫৫, ১৬ আগস্ট ২০২৪
নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নিহত মুজাহিদ

নরসিংদীর শিবপুরে মুজাহিদ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে তাকে হত্যা করা হয়। নিহতের পরিবারের দাবি, মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুজাহিদকে হত্যা করা হয়েছে।

নিহত মুজাহিদ একই ইউনিয়নের বিলপাড় গ্রামের মোঙ্গল মিয়ার ছেলে। 

নিহতের বাবা মোঙ্গল মিয়া বলেন, ‘আজ বিকেলে পারুলিয়া ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বাড়ি আসার সময় দুর্বৃত্তরা রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার ছেলের ওপর হামলা করে। তারা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। এক সপ্তাহ আগে মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে মুজাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের শাস্তি চাই।’

আরো পড়ুন:

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়