ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু  

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৫২, ১৭ আগস্ট ২০২৪
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু  

দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাকগুলো দেশে প্রবেশ করে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভারতে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধের পর আজ দুপুর থেকে এই বন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। এসব ট্রাক আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে। 

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

মোসলেম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়