ঢাকা     বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৪৪, ১৭ আগস্ট ২০২৪
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

ফাইল ফটো

কুমিল্লায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লা-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম। তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস কুমিল্লায় যাচ্ছিল। পথে চান্দিনা মাধাইয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা সেটি উল্টে গেলে মাইক্রোবাসে থাকা তিন জন যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ সময় মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’

আহত বা নিহত কারো পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রুবেল/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়