ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার মাদক জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৭ আগস্ট ২০২৪  
সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার মাদক জব্দ

জব্দকৃত মাদক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত থেকে তিন বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করেছে বিজিবি। শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চান্দুরিয়া সীমান্তের কাঁদপুর গ্রাম থেকে এই মাদক জব্দ হয়। তবে, এসময় বিজিবি সদস্যরা মাদক কারবারিদের আটক করতে পারেনি। জব্দকৃত এলএসডি’র আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। 

বিজিবি জানায়, ভারত থেকে চান্দুরিয়া সীমান্ত দিয়ে এলএসডি’ মাদকের বড় চালান আনা হয়েছে বলে খবর আসে। চান্দুরিয়া বিওপি’র নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। সীমান্তের কাঁদপুর গ্রাম থেকে তিন বোতল এলএসডি মাদক জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত এলএসডি মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, এ বিষয়ে কলারোয়া থানায় সাধারণ ডায়েরিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়