উল্টে যাওয়া অটোরিকশায় লরির চাপা, বাবা-ছেলেসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যাওয়া সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়েছে একটি লরি। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাটি হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁরির এসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- লিটু কুমার ধর (৩০) ও তার বাবা শ্রীকান্ত ধর (৬৫)। তারা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়া গ্রামের বাসিন্দা। সিএনজি অটোরিকশার চালকের নাম আলী আজগর (৩০)। তিনি একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, মনসাপূজা শেষে মাংস নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাসায় সিএনজি চালিত অটোরিকশায় করে ফিরছিলেন লিটু কুমার ধর ও তার বাবা শ্রীকান্ত ধর। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজি চালিত অটোরিকশাটি সড়কে উল্টে যায়। এসময় পেছন থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। মারা যান বাবা-ছেলে। সিএনজি অটোরিকশা চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান তিনি।
রেজাউল/মাসুদ