ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৫৪, ১৮ আগস্ট ২০২৪
লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গত তিনদিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। 

শনিবার সকাল ৯ টা থেকে রোববার (১৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তলিয়ে গেছে খাল-বিল। আমন বীজ রোপণে বিপাকে পড়েছেন কৃষক। 

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের কৃষক রেফায়েত সিকদার বলেন, এখন আমন বীজ রোপণের সময়। কিন্তু বৃষ্টিতে সব তলিয়ে আছে। এর কয়েকদিন আগেও ব্যাপক বৃষ্টি হয়েছিল। যার কারণে আমরা বীজ রোপণ করতে পারছিনা। বৃষ্টির কারণে আমরা দুশ্চিন্তায় রয়েছি। 

কলাপাড়া পৌর শহরে রিকশাচালক ফরিদ হোসেন বলেন, গতকাল ব্যাপক বৃষ্টি হয়েছে। বিকালে বাজারে তেমন মানুষই ছিলোনা। তবে আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কিছু মানুষ বাজারে উঠেছে। মানুষের আনাগোনা কম থাকায় আমাদের ইনকাম খুবই কম।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, এখনো গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। যার কারণে বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়