রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগ নেতার রুম থেকে অস্ত্র উদ্ধার
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিন্নু হোস্টেলে এক ছাত্রলীগ নেতার রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব জিনিসপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- লোহার তৈরি ছোড়া, স্টিলের ছোড়া, রামদা, লোহার পাইপ, এলুমিনিয়ামের তার, মোটরসাইকেলের চেইন, ডায়েরি এবং বিদেশি মদের খালি বোতল।
এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান প্রান্তসহ অজ্ঞাতের নামে কোতোয়ালি থানায় এজাহার দাখিল করেছেন বয়েজ হোস্টেলের হল সুপার ডা. এ এস মাজেদুল ইসলাম।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাসের বিল্লাহ বলেন, রংপুর মেডিকেল কলেজের পিন্নু হোস্টেলের ২৩ নম্বর রুমে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। ওই রুমে ছাত্রলীগ নেতা ডা. তানভীর রহমান প্রান্ত বসবাস করতেন। অভিযানের সময় তিনি রুমে ছিলেন না।
আমিরুল/কেআই