ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

কুমিল্লার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৮ আগস্ট ২০২৪  
কুমিল্লার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ 

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. নার্গিস আক্তার ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেন ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠান দুটির সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। 

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ', ‘দফা এক দাবি এক, নার্গিসের পদত্যাগ’, ‘আমাদের প্রতিষ্ঠানে দুর্নীতিবাজের ঠাঁই নাই'- ইত্যাদি স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা শ্রেণিকার্যক্রমে অংশ নেয়নি। তারা বলছেন, ‘অধ্যক্ষ এম নার্গিস পদত্যাগ না করা পর্যন্ত তারা শ্রেণিকার্যক্রমে অংশ নেবেন না।’ 

আরো পড়ুন:

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ কলেজ ও স্কুলের বিভিন্ন খাতে বিভিন্ন সময় দুর্নীতি করে যাচ্ছেন। পরীক্ষার ফি, জরিমানা ইত্যাদি কারণ দেখিয়ে তাদের কাছ থেকে নানান সময়ে দুর্নীতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমন দুর্নীতিবাজ অধ্যক্ষ আর প্রতিষ্ঠানে দেখতে চান না। 

দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এক পর্যায়ে জেলা প্রশাসকের পাঠানো প্রতিনিধি দল এসে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীদের অধ্যক্ষের বাধ্যতামূলক পদত্যাগের নিশ্চয়তা দিয়ে সম্মতিপত্রে সাক্ষর দিয়েছেন জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি দলের প্রধান নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কানিজ ফাতেমা। 

এ বিষয়ে জানতে চাইলে কানিজ ফাতেমা বলেন, ‘অধ্যক্ষ নার্গিসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল, এ বিষয়ে আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। তার দুর্নীতির বিষয়গুলো নিয়ে আগামী ২০ আগস্ট আমরা বোর্ডের সবাই মিলে সিদ্ধান্ত নিবো। এ বিষয়ে বলে আমরা শিক্ষার্থীদের কে আশ্বস্ত করতে পেরেছি ও তাদের এ বিষয়ে নিশ্চয়তা দিয়ে সম্মতিপত্র দিয়েছি।’ 

চলতি বছরের ২৮ এপ্রিল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তারের প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়ম নিয়ে স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হয়। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা অভিযোগপত্র জমা দিলেও জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে, কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেন ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এসে শিক্ষার্থীরা এখানে অবস্থান নেয় ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।  

শিক্ষার্থীরা বলছেন, প্রধান শিক্ষক আকতার হোসেন ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার পদত্যাগ না করা পর্যন্ত তারা শ্রেণিকার্যক্রমে অংশ নেবেন না। 

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আকতার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন স্কুলের বিভিন্ন খাতে বিভিন্ন সময় দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছেন। উনাদের দূর্নীতির বিষয়ে তদন্ত করার আহ্বান জানান শিক্ষার্থীরা।  

তারা আরও বলেন, সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের বাধ্যতামূলক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যেতেন। কেউ না গেলে, তাকে বিভিন্নভাবে হেনস্থা করতেন। 

শিক্ষার্থীরা কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এসে সড়ক অবরোধ করলে এতে শহরজুড়ে যানজট সৃষ্টি হয়। 

এ বিষয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি জামাল নাসের বলেন, ‘আমি শিক্ষার্থীদের কে এটা বলে আশ্বস্ত করেছি, ওই দুইজন শিক্ষককে পদত্যাগ করতে বলব।’ তিনি নিজেও পদত্যাগ করবেন বলে জানান।  


 

রুবেল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়