ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

শিবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৮ আগস্ট ২০২৪  
শিবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।

আটককৃতরা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি ও শমসেরগঞ্জ থানার সাবঘাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সরফরাজ ইসলাম (১৮), দুর্গাপুর গ্রামের আলেক শেখের ছেলে আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), ইমামবাজার গ্রামের বাইতুল মহলূারের ছেলে রনি মহালদার (১৭) ও সানাউল মহলদারের ছেলে অলিল মহলদার (১২)। 

 

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, গতকাল শনিবার ভোরে রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদী দিয়ে দুটি নৌকাযোগে বাংলাদেশের প্রায় ৪০০ গজ ভেতরে ঢুকে পড়েন ৫ গরু চোরাকারবারি। বিজিবির টহলদল চ্যালেঞ্জ করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি গরু ও তিনটি হাসুয়া জব্দ হয়। আটককৃত চোরাকারবারিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর ও এই ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে। 

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়