ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

আইনজীবীদের ‍দিকে নথি নিক্ষেপের অভিযোগ বিচারকের বিরুদ্ধে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১৮ আগস্ট ২০২৪  
আইনজীবীদের ‍দিকে নথি নিক্ষেপের অভিযোগ বিচারকের বিরুদ্ধে

মানিকগঞ্জে চলমান এজলাসে আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ ও তাদের দিকে বিচারাধীন মামলার নথি নিক্ষেপের অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারকের অপসারণ দাবি করে তার আদালত বর্জন করেন আইনজীবীরা।

রোববার (১৮ আগস্ট) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামালের এজলাসে ঘটনাটি হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত বিচারক মন্তব্য করতে রাজি হননি।

আইনজীবী দেওয়ান মো. মিজানুর রহমান জানান, মানিকগঞ্জ সদর থানায় ১১(গ)/৩০ ধারার একটি মামলায় দুপুরে জামিন শুনানি শুরু করেন তিনি। এসময় অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন, অ্যাডভোকেট হুমায়ন কবির, অ্যাডভোকেট বজলুর রহমান বজলু, অ্যাডভোকেট মাইনুদ্দিন লিটনসহ একাদিক সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। জামিন শুনানির শুরুতেই বিচারক উত্তেজিত হয়ে ওঠেন। 

আরো পড়ুন:

এসময় সিনিয়র আইনজীবীরা জামিন শুনানির চেষ্টা শুরু করলে তিনি আইনজীবীদের দিকে বরাবর নথি নিক্ষেপ করে বর্তমান সরকার নিয়ে বিরূপ মন্তব্য শুরু করেন। সিনিয়র আইনজীবীদের লক্ষ্য করে অপমানজনক কথা বলতে শুরু করেন। পরে আইনজীবীরা তার এজলাস বর্জন করে চলে যায়।

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মেজবাউল হক মেজবা বলেন, একটি মামলায় জামিন শুনানিকে কেন্দ্র করে সরকার নিয়ে বিরূপ মন্তব্য করে আইনজীবীদেরকে লক্ষ করে নথি নিক্ষেপ করেন বিচারক। এটি আইনসঙ্গত নয়। জামিন দেওয়া না দেওয়া বিচারকের ব্যক্তিগত বিষয়। আইনজীবীদের জামিন শুনানির সুযোগ না দিয়ে নথি নিক্ষেপের বিষয়টি বিচারকের নিকট থেকে কাম্য নয়। যে কারণে এই বিচারকের অপসারণ দাবি করা হয়েছে।

জানতে চাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়