ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

নড়াইলে বাপ-দাদার পেশা ছাড়ছেন নৌকা কারিগররা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৫৩, ১৮ আগস্ট ২০২৪
নড়াইলে বাপ-দাদার পেশা ছাড়ছেন নৌকা কারিগররা

নড়াইলে নৌকার হাট

নড়াইলের সদর উপজেলার রামসিদ্দি গ্রামের নৌকা তৈরির ইতিহাস শত বছরের। বর্ষা মৌসুমে প্রতি বছর এ গ্রামে প্রবেশ করলেই প্রত্যেক বাড়ি থেকে নৌকা তৈরির ঠকঠক শব্দ ভেসে আসত কানে। কাঠে হাতুড়ি দিয়ে পেরেক মেরে নৌকা তৈরির শব্দ শোনা যেত পুরো গ্রামে জুড়ে। আজকাল সেই শব্দ আর কানে ভেসে আসে না। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে তাদের বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা। তবে এখনও এ পেশাকে আঁকড়ে ধরে আছে হাতে গোনা কয়েকটি পরিবার।

শনিবার (১৭ আগস্ট) বিকালে দেখা গেছে, রামসিদ্দি বাজারে নতুন ও পুরাতন নৌকার হাট বসেছে। মাঝারি সাইজের একটি নৌকা ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কড়াই গাছের কাঠ দিয়ে তৈরি এ সমস্ত নৌকা। তবে এখন রামসিদ্দি গ্রামের লোকজন মেহগনি কাঠ দিয়েও নৌকা তৈরি করছে। 

নৌকা তৈরির কারিগর বিশ্বজিৎ কুমার বিশ্বাস বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় তিনি নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। এক সময় তার বাবা এবং দাদা এভাবে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। এ বছর বর্ষার সময় বৃষ্টি কম হওয়ায় নৌকার চাহিদা অনেক কমেছে। তবু জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়ে আরও দুই জন কারিগর সঙ্গে নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি কাঠ দিয়ে নৌকা তৈরি করে যাচ্ছেন।

আরো পড়ুন:

নড়াইল বিসিকের উপব্যবস্থাপক সোলায়মান হোসেন তিনি বলেন, রামসিদ্দি গ্রামের নৌকা তৈরির ইতিহাস শত বছরের। তবে কারিগরদের দক্ষতা বৃদ্ধিসহ এ শিল্পের উন্নয়নের জন্য তাদের পক্ষ থেকে সব কিছুই করা হবে।
 

/বকুল/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়