নরসিংদীতে উদ্ধার হওয়া ৫ অস্ত্র পুলিশকে দিলো সেনাবাহিনী
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নরসিংদী থেকে উদ্ধার করা পাঁচটি অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এর মধ্যে দুটি অস্ত্র নরসিংদী জেলা কারাগার থেকে লুট হয়েছিল। রোববার (১৮ আগস্ট) বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে এসব অস্ত্র হস্তান্তর করা হয় বলে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. ফাহিম মাহবুব নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের নিকট কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল এবং জলাশয়ে ডাকাতদের ফেলে যাওয়া তিনটি একনলা বন্দুক হস্তান্তর করেন।
এর আগে, গত বুধবার (১৩ আগস্ট) রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালিরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে কারাগার থেকে লুট হওয়া শটগান এবং গত শুক্রবার (১৬ আগস্ট) রাতে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রাখা রাইফেল উদ্ধার করে সেনা সদস্যরা।
এছাড়া, গত ৮ আগস্ট নরসিংদী বড় বাজার জামে মসজিদ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬ রাউন্ড রাবার বুলেট ও গত ১১ আগস্ট রায়পুরার মেথিকান্দা এলাকার জলাশয়ে থেকে ডাকাতদের ফেলে যাওয়া একনলা তিনটি বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘নরসিংদীতে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা আমাদের বিভিন্নভাবে সহায়তা করছেন। তারা পাঁচটি অস্ত্র উদ্ধার করে আমাদের কাছে আজ হস্তান্তর করেছেন। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে দুটি নরসিংদী জেলা কারাগারে থেকে লুট হয়েছিল।’
হৃদয়/মাসুদ