নড়াইলে রবার বুলেটে আহত ৩
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামে দুর্বৃত্তের ছোড়া রবার বুলেটে তিন যুবক আহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কামঠানা নতুন পাড়া ব্রিজের কাছে হামলাটি হয়।
আহতদের মধ্যে দুই জনকে লোহাগড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এক জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্নী খানম এ তথ্য জানান।
আহতরা হলেন- উপজেলার চরকরফা গ্রামের মিজান সিকদারের ছেলে সোহাগ সিকদার (৩৫), একই গ্রামের ছোবান সিকদারে ছেলে মিঠুন সিকদার (৩২) ও ওবায়দুর সিকদারের ছেলে লিওন সিকদার (৩০)।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্নী খানম বলেন, রবার বুলেটের আঘাতে তিন জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। কী কারণে হামলাটি হয়েছে এখনো জানতে পারিনি।’
শরিফুল/মাসুদ