ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ১১:০৩, ১৯ আগস্ট ২০২৪
লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ সৈকতের তীরে আছড়ে পড়ছে। 

সোমবার (১৯ আগস্ট) কুয়াকাটা সৈকতে এমন চিত্র দেখা গেছে।

গত ৪ দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। 

অন্যদিকে খাল-বিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন আমন ও বর্ষাকালীণ সবজি চাষিরা। এছাড়া বিভিন্ন গ্রামীণ সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। গ্রামাঞ্চলের মানুষ যাতায়াতে ব্যাপক দুর্ভোগে পড়েছে। 

এদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার সকালে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছিলো। এটি আবার লঘুচাপ আকারে দেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়