ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

চট্টগ্রামে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, প্রশাসনের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:২৭, ১৯ আগস্ট ২০২৪
চট্টগ্রামে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, প্রশাসনের সতর্কতা

বন্দরনগরী চট্টগ্রামে টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের ফলে নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

রোববার (১৮ আগস্ট) রাত থেকে চট্টগ্রাম নগরীতে ও জেলার বিভিন্ন এলাকায় এই টানা বর্ষণ চলছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জহিরুল ইসলাম জানান, রোববার রাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া দপ্তর জানায়, সাগরে সৃষ্ট লঘুচাপ সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। টানা বৃষ্টিপাতের ফলে নগরীর মতিঝর্ণা, বায়েজিদসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে উল্লেখ করেছে। 

এদিকে অব্যাহত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা বিশেষ করে বহদ্দার হাট, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, শুলকবহর, মুরাদপুর, দুই নম্বর গেইট এলাকায় পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। তবে বৃষ্টিপাত কমে আসলে জমে যাওয়া পানি নেমে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। 

রেজাউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়