সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ফফির বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের আব্দুল হান্নান ও একই গ্রামের রহমানের ছেলে শরিফুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) নজরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলামের মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শাহীন/টিপু