ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলা বন্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৯ আগস্ট ২০২৪  
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলা বন্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর হামলা বন্ধসহ নয় দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে সোমবার (১৯ আগস্ট) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট বন্ধের দাবি জানানো হয়।

জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদারের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী। বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, সাধারণ সম্পাদক শুসেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় সদস্য রাজ কুমার শাও প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘদিন অতিবাহিত হলেও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা এখনও নির্যাতিত হচ্ছেন। প্রতিনিয়ত তাদের ভূমি দখল হচ্ছে। নারীরা ধর্ষিত হচ্ছেন। সুযোগ পেলেই একটি বিশেষ মহল এ সম্প্রদায়ের ক্ষতি করছে। রাষ্ট্রের কাছে দাবি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর সকল ধরনের নির্যাতন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরো পড়ুন:

মানববন্ধন থেকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের জন্য আদিবাসী নেতারা সরকারের কাছে জোর দাবি জানান। এছাড়াও আদিবাসীদের সুরক্ষায় নয় দফা দাবি ঘোষণা করা হয়।

কেয়া/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়