ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

বৈষম্য অবসানের দাবি গোপালগঞ্জ বেতারের কর্মচারীদের

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৯ আগস্ট ২০২৪  
বৈষম্য অবসানের দাবি গোপালগঞ্জ বেতারের কর্মচারীদের

পদোন্নতিসহ সব ধরনের বৈষম্য অবসানের দাবিতে মনববন্ধন করেছেন গোপালগঞ্জ বেতারের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ বেতার ভবনের সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করেন তারা। 

কর্মসূচিতে গোপালগঞ্জ বেতারের উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কাওসার বক্তব্য রাখেন। এ সময় আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী এম.এ সোবহান মাহমুদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক নাবিদুল হক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে কর্মকর্তারা ব্যাচ ভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি প্রদান, একিভূত বিসিএস (তথ্য) ক্যাডার এবং বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগের দাবি জানান।  
 

আরো পড়ুন:

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়