ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

উপকূলে ভারী বৃষ্টিপাত, বন্দরে ৩ নম্বর সংকেত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৪৬, ২০ আগস্ট ২০২৪
উপকূলে ভারী বৃষ্টিপাত, বন্দরে ৩ নম্বর সংকেত

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা আবহাওয়া অফিস এই বৃষ্টিপাত রেকর্ড করে। 

গত ৫ দিন ধরে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। 

অন্যদিকে খাল বিল বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন কৃষক। ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা। 

এদিকে লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রাসহ সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। তবে সমুদ্র উত্তাল থাকায় গত এক সপ্তাহ ধরে মহিপুর ও আলীপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছধরা ট্রলার। কর্মহীন সময় পার করছেন জেলেরা।

মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের জেলে ইয়াসিন মাঝি জানান, গত এক সপ্তাহ আগে সাগর উত্তালের কারণে আমরা গভীরে টিকতে না পেরে তীরে এসেছি। এখন অলস সময় কাটছে আমাদের। আবহাওয়া ভালো না হলে আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হবে। 

কুয়াকাটা পৌর শহরের ভ্যানচালক হোসেন মিয়া জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বাজারে মানুষের আনাগোনা কম। যার কারণে আমাদের ইনকাম নেই বললেই চলে। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়