স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও হুমকির অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তার দলবল বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অহিদুর রহমান রানা নামে একজন সংবাদকর্মী থানায় অভিযোগ করেছেন।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে অহিদুর রহমান রানা মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রানা বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে কর্মরত রয়েছেন।
অভিযুক্তরা হলেন- আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বেতিলা গ্রামের মৃত আ. রাজ্জাক শিকদারের ছেলে এস মাহমুদ রাজ্জাক অপু (৪৫) ও এস মুয়িদ রাজ্জাক পার্থ (৪০), মৃত নিজাম হায়দারের ছেলে সালাউদ্দিন হায়দার (৫৫), মৃত বারেক ভূইয়ার ছেলে টুটুল ভূইয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে সংবাদকর্মী রানার বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও তাণ্ডব চালায়। এরপর ১৯ আগস্ট দুপুর ২ টার দিকে আসামিরা বেতিলা এলাকায় রানার বাড়িতে ঢুকে ভাড়াটিয়া সোহেলকে (পল্লী বিদ্যুৎ মানিকগঞ্জ এর লাইনম্যান) বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদর্শন করে। এসময় তারা বাড়িতে ভাঙচুর চালায় ও বাড়ী ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর সকল ভাড়াটিয়াদেরকে ২ দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় এবং রানাকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া অহিদুর রহমান রানার জায়গা জমি দখলের চেষ্টা করে।
অভিযুক্ত এস মাহমুদ রাজ্জাক অপু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ ওই সময় আমি এলাকাতেই ছিলাম না। আর দেশের বর্তমান পরিস্থিতিতে ২০-৩০ জন লোক নিয়ে হামলা একেবারেই অবিশ্বাস্য। তার সাথে জমি নিয়ে একটা বিরোধ আছে। অবৈধভাবে সেই জমির দখল নিতে এবং আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ করেছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত তরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চন্দন/টিপু