ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২০ আগস্ট ২০২৪  
কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র।

গেল কয়েকদিন ধরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। হ্রদের পানি বাড়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বমোট ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা এই মৌসুমে এটি সর্বোচ্চ উৎপাদন বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে কাপ্তাইয়ের কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পানি বাড়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট চালু রয়েছে। এখন ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানি বেড়ে গেলে আরও ১০ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

তিনি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে ৪৬ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৪৯ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে ৯৪ দশমিক ৭৬ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর দেড়টা পর্যন্ত লেকে ৯৯ দশমিক ১৫ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই লেকে পানির পরিমাণ রুলকার্ভের চেয়ে বেশি রয়েছে। 

কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল (এমএসএল )। বর্তমানে হ্রদে পানির উচ্চতা রয়েছে ৯৮ দশমিক ২৫ ফুট এমএসএল। বছরের এই সময়ে পানি থাকার কথা ৯৪ দশমিক ৭৬ ফুট এমএসএল।

বিজয়/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়