ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৫৫, ২০ আগস্ট ২০২৪
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

টানা কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে প্রায় কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। নগরীর দুই নম্বর গেইট, বহদ্দার হাট ও মুরাদপুর এলাকায় রীতিমতো ভয়াবহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা ফজলে হোসেন রাইজিংবিডিকে বলেন, আমাদের এলাকা কোমর সমান পানিতে তলিয়ে রয়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ। পায়ে হেঁটেও মানুষ চলাচল করতে পারছে না। অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচ তলায় পানি ঢুকে গেছে।

বহদ্দার হাট এলাকার মুদি দোকানি সালামত উল্লাহ জানান, বহদ্দার হাট, চান্দগাঁও, শুলকবহন এলাকা পুরোটাই পানির নিচে। দোকান খুলে ব্যবসা করার কোনো উপায় নেই। দোকানের ভেতরও পানি ঢুকে পড়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে নগরীর দুই নম্বর গেইট, চক বাজার, বাকলিয়া, শুলকবহর, প্রবর্তক, পাঁচলাইশ, বাদুরতলা, চান্দগাঁও, আগ্রাবাদ, সিডিএ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে আছে সড়ক ও অলিগলি। 

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত-এই তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টায়ও চট্টগ্রামে ভারি ও অতিবৃষ্টির সম্ভাবনা আছে। অব্যাহত বর্ষণে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

রেজাউল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়