ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কালীগঞ্জে পৃথকস্থান থেকে দুই মরদেহ উদ্ধার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২০ আগস্ট ২০২৪  
কালীগঞ্জে পৃথকস্থান থেকে দুই মরদেহ উদ্ধার 

গাজীপুরের কালীগঞ্জে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ।

কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার টঙ্গী-ভৈরব রেল লাইনের পাশে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ও উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া এলাকার একটি পুকুর থেকে কাউসার হোসেন ওরফে মুন্না (৩০) নামে আরেকজনের মরদেহ দুটি উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে সোমবার সন্ধ্যায় ওই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম বলেন, উদ্ধারকৃত মরদেহের মধ্যে কাউসার হোসেন ওরফে মুন্না বরিশাল জেলার বাসিন্দা। তিনি টঙ্গী এলাকায় থাকতেন। তবে রেলাইনের পাশ থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ হবে। তবে মরদেহটি পুরুষ হলেও পঁচে যাওয়ার কারণে তিনি মুসলিম কিনা অন্য ধর্মের তা শনাক্ত করা সম্ভব হয়নি। দুটি মরদেহই আজ (মঙ্গলবার) সকালে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,  গতকাল বিকেলে বালীগাঁও গ্রামের ফঁকির বাড়ির পূর্ব পাশে রেল লাইনের দক্ষিণ পাশের একটি ডোবায় অর্ধগলিত অজ্ঞাত একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহের খালি গা এবং পড়নে একটি লুঙ্গি ছিল। পরে রেলওয়ে পুলিশ ও থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশের ধারণা, লোকটি রেলের পাশে গরুর জন্য ঘাস কাটতে এসেছিলেন। পরে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া এলাকার একটি পুকুরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, তিনি মাদকসেবী ছিলেন। পুকুরের পাশ থেকে আঠা বা ড্যান্ডি জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

রফিক/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়