ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লক্ষ্মীপুরে কৃষক দল নেতাকে বহিষ্কার 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২০ আগস্ট ২০২৪  
লক্ষ্মীপুরে কৃষক দল নেতাকে বহিষ্কার 

বহিষ্কৃত ইমন হোসেন সেলিম

লক্ষ্মীপুরে সাংগঠনিক নির্দেশনা অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষক দল নেতা ইমন হোসেন সেলিমকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বহিষ্কৃত ইমন হোসেন সেলিম চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

সাংগঠনিক সূত্র জানায়, ইমন হোসেন সেলিমের বিরুদ্ধে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

আরো পড়ুন:

তার সঙ্গে কৃষক দলের সকল নেতাকর্মীকে কোনো ধরণের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ইমন হোসেন সেলিমকে বহিষ্কার করেন। 

জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বলেন, নির্দেশনা রয়েছে নেতাকর্মীরা যেন কোনো ধরণের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকেন। ইমন হোসেন সেলিম দলের নির্দেশনা ভঙ্গ করেছেন। তাই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়