ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দীনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:০৯, ২০ আগস্ট ২০২৪
কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দীনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

আ ক ম বাহাউদ্দীন বাহার

কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারসহ তিন জনের নাম উল্লেখ করে ১৫০ জনের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগে আদালতে মামলা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিকে) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী কাইউমুল হক রিংকু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির কুমিল্লার ভিডিও সাংবাদিক বাহার রায়হান।

আরো পড়ুন:

মামলায় নাম উল্লেখ করা অন্য দুই আসামি হলেন- কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু ও সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের সাবেক দেহরক্ষী মো. দুলাল।

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়