পঞ্চগড়ের সাবেক মেয়রসহ ১১ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যুবদল নেতার ওপর হামলার অভিযোগে অপসারণ হওয়া পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভসহ ১১ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট) পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন পৌর যুবদলের সদস্য সচিব নুর ইসলাম দিপু। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামীরা হলেন- পঞ্চগড় পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান (৪০), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু তোয়াবুর রহমান (৫৮), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম (৫২), সদর উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শেখ মিলন (৪৫), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম পল্লব (৪৮), জেলা ছাত্রলীগের সভাপতি আবু হাসান নোমান (৩২), পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম (৫৫), আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তপন (৩৫) এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাহাঙ্গীর (২৫)।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই বিকেলে পঞ্চগড় চৌড়ঙ্গী মোড়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুনের নির্দেশে যুবদল নেতা নুর ইসলাম দিপুর ওপর হামলা করেন অন্য অভিযুক্তরা। হামলায় গুরুতর আহত হন দিপু। স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
নাঈম/মাসুদ