ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ২০:০৪, ২০ আগস্ট ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের চালানো হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২০ আগস্ট) সারাদেশে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। পাশাপাশি হামলার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

নাটোর: 
মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মানববন্ধন করেন সাংবাদিকরা। সেখানে সাংবাদিকরা বলেন,  আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রামণ করতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুনীতিবাজ, দেশবিরোধী ও দুষ্কৃতকারীদের শাস্তি চাই। নতুন সরকারের কাছে আমাদের আহ্বান, গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

মাদারীপুর:
মাদারীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা মেনে নেওয়া যায় না। সাংবাদিকের কণ্ঠরোধ করার চেষ্টা করার লক্ষ্যেই এখন মিডিয়া হাউসের ওপর হামলা করছে দুর্বৃত্তরা। আমরা হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে গণমাধ্যমের ওপর হামলার কেউ সাহস না পায়।

আরো পড়ুন:

কুমিল্লা:
সংবাদ মাধ্যমে হামলার প্রতিবাদে আজ সকাল ১১টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকার কুমিল্লা টাউন হলের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বক্তারা বলেন, ষড়যন্ত্রকারী ও দুর্বৃত্তরা চায় গণমাধ্যমকে দাবিয়ে রাখতে। সাম্প্রতিক সময়ে মিডিয়া হাউজগুলোতে হামলার দৃশ্য দেখলে সেটিই প্রতীয়মান হয়। সবশেষ আমরা দেখলাম সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলা। আমরা হামলাকারীদের জানিয়ে দিতে চাই, এভাবে হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না।

রংপুর:
ছাত্র-জনতার আন্দোলনের শুরুর পর থেকে বিভিন্ন গণমাধ্যমে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুরস চালিয়েছে। অনেক গণমাধ্যম কর্মীরা মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন। দুর্বৃত্তরা গণঅভ্যুত্থানকে নস্যাত করতে উঠেপড়ে লেগেছে। 

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক আব্দুস শাহেদ মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে প্রেসক্লাব, রিপোর্ট ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।

লক্ষ্মীপুর:
আজ দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এরপর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন লক্ষ্মীপুরের সাংবাদিকরা।

সাংবাদিকরা বলেন, সরকার পরিবর্তন হলেই গণমাধ্যমে হামলা চালানো হয়। আগেও যখন সরকার পরিবর্তন হয়েছে, তখনও কয়েকটি মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। যা ন্যক্কারজনক। গণমাধ্যমে হামলা করে মতপ্রকাশের বাঁধা দিতে চাচ্ছে একটি চক্র। স্বাধীন বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এসময় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। 

শরীয়তপুর:
আজ সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মানবন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।এসময় তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে যারা হামলা চালিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়। তারা দুষ্কৃতকারী। এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বরিশাল:
দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার যে ঘটনা ঘটেছে তাতে আমরা শিক্ষার্থী ভাইদের উপস্থিতি দেখতে পাইনি। যারা এ হামলা করেছে তারা  দুর্বৃত্ত। শিক্ষার্থীদের আন্দোলনের সুফলকে বাধাগ্রস্ত করতে হামলা করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত। 

সাংবাদিক সাইফুর রহমান মিরন ও মুশফিক সৌরভের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা।

আরিফুল, বেলাল, রুবেল, আমিরুল, জাহাঙ্গীর, সাইফুল, আরিফুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়