ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

বিকাশকর্মীদের কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাই, আটক ২

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ২০ আগস্ট ২০২৪  
বিকাশকর্মীদের কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাই, আটক ২

পটুয়াখালীর বাউফলে মামুন (৩২) ও হিরন (৩০) নামে দুই বিকাশকর্মীর কাছ থেকে সাড়ে ১৬ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় তাদের ওপর হামলা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে মামুন ও হিরন পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে বাউফল যাচ্ছিলেন। নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেলটির গতিরোধ করে। তারা দুই বিকাশ কর্মীর কাছ থেকে সাড়ে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) নামে দুজনকে আটক করে। তাদের বাড়ি বাউফল সদর ইউনিয়নের সোমবাড়িয়রা বাজার এলাকায় ।

পটুয়াখালী বিকাশের ম্যানেজার গোবিন্দ চন্দ্রপাল জানান, দুপুরে পটুয়াখালীর একটি ব্যাংক থেকে সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে হিরন ও মামুন বিকাশ এজেন্টদের মধ্যে টাকা বিতারণের জন্য যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা হামলা করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা হিরনের মাথা ফাটিয়ে দেয়।

আরো পড়ুন:

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়