চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে আরও এক মামলা
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও তার ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আরও একটি মামলা করা হয়েছে। এই মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় দীপু মনিকে প্রধান আসামি করে মামলাটি করেন আহত এক শিক্ষার্থী বাবা নুরুল ইসলাম খান।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো. মহসিন আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন সময়ের সহিংসতায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরই মামলায় আসামি করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ৫টি মামলা থানায় দায়ের করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থানায় দুটি, হাজীগঞ্জে দুটি ও হাইমচরে একটি।
সদর থানায় ১ম মামলাটি দায়ের করা হয় ১১ আগস্ট। যার মামলা নং-১৫। এটির বাদী আবদুর রাজ্জাক হাওলাদার। যেখানে এজাহার নামীয় আসামি ৫১০ এবং অজ্ঞাত ১২০০ জন। ২য় মামলাটি করা হয়েছে ২০ আগস্ট। মামলা নং ২০। এ মামলার বাদী নুরুল ইসলাম খান এবং এতে এজাহার নামীয় আসামি ২২৪ এবং অজ্ঞাত ৪০০ জন। এই দুইটি মামলারই প্রধান আসামি ড. দীপু মনি এবং ২য় আসামি তার ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
এদিকে ১৮ আগস্ট হাইমচর থানায় আহসান হাবিব বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীকে প্রধান আসামি করে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া হাজীগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জন এবং অপর একটি মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশের ডিএসবির ডিআইও ওয়ান মনিরুল ইসলাম। তিনি বলেন, চলতি মাসের ১১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সময়েই সংশ্লিষ্ট থানায় মামলাগুলো দায়ের হয়। এতে এজাহার নামীয় ৮৬৬ জন এবং অজ্ঞাত ২ হাজার ২৫ জনের মতো আসামি রয়েছে। যারা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানতে পেরেছি। তবে নিরীহ কেউ যাতে এসব মামলায় হয়রানি না হয় সেজন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সজাগ থাকতে বলে দেওয়া হয়েছে।
অমরেশ/ইমন