ফরিদপুরে সাবেক পৌর মেয়রসহ ৬ জনের নামে চাঁদাবাজির মামলা
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র অমিতাভ বোস।
ফরিদপুর পৌরসভার সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামচুল আলম চৌধুরীসহ ৬ জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১নং আমলী আদালতের বিচারক নাসিম আহমেদ কোতোয়ালী থানাকে মামলটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান এ মামলাটি দায়ের করেন।
একই দিন সন্ধ্যায় ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বাদী লুৎফর রহমান উল্লেখ করেন, ভিন্ন দল করার কারণে আসামিরা তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চলতি বছরের ১৫ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে আসামিরা রামদা, বল্লম, সড়কি ও লোহার রড নিয়ে তাঁকে ভয় দেখান। এ সময় তাঁদের এক লাখ টাকা দিয়ে প্রাণভিক্ষা চাইলে তাঁরা তাঁর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় আসামিরা তাঁর হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। তাঁর স্ত্রী বাধা দিলে তাঁকেও ঘরে আটকে রাখা হয়। আসামিরা পরে ঘরের সব মালামাল ভাঙচুর করেন এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যান।
মামলার বাদী বলেন, আসামিরা আওয়ামী লীগের রাজনীতি করায় তাঁদের বিরুদ্ধে এত দিন কোনো কিছুই বলা যায়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় মামলা করছেন।
উল্লেখিত, সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি।
তামিম/ইমন