দীপু মনির গ্রেপ্তারে মিষ্টি বিতরণ, নোংরা সংস্কৃতি বললেন যুবদল নেতা
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তারের খবরে চাঁদপুরে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে। এমন কাজকে অতি উৎসাহীদের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নোংরা সংস্কৃতি বলে মন্তব্য করেছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। মঙ্গলবার (২১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুকে ফয়সাল আহমেদ বাহার লিখেছেন, ‘চাঁদপুরে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে আমিও একজন। আওয়ামী লীগের করা সর্বশেষ মামলার প্রধান আসামিও আমি। আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছিল। পুলিশ, ডিবি রাতের আঁধারে বাসায় অভিযানের নামে আমার পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেছে। এমনকি বলছে, আমাকে পেলেই নাকি গুলি করে দেবে।’
পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমি যে বাসায় আশ্রয় নিয়েছিলাম সে বাসায়ও চলেছে অভিযান। কীভাবে যে রক্ষা পেয়েছি ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। তারপরও একটা কথা বলি, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি অন্যায় করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছেন। আইন তার যথাযথ বিচার করে শাস্তি দেবে সেটাই চাই। কিন্তু তার গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় মিষ্টি বিলিয়ে ছবি তুলে বেড়ানো আমার কাছে অতি উৎসাহীদের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ বলেই মনে হয়। ভবিষ্যতে আমাদের গ্রেপ্তারেও অন্যরা মিষ্টি বিলাবে। এই নোংরা সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত।’
অমরেশ/কেআই