কক্সবাজারে আইসসহ মাদক কারবারি আটক
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আটক মো. রিদওয়ান।
কক্সবাজারের উখিয়ায় ১ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মো. রিদওয়ান (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২০ আগস্ট) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. রিদওয়ান উখিয়ার মরিচ্যা বত্তাতলী এলাকার ছালেহ আহমদের ছেলে।
রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টের টহল দল একটি সন্দেহজনক ইজিবাইক থামান। এ সময় চালক মো. রিদওয়ানকে তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
তাকে মাদকসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
তারেকুর/ইমন