ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৪৯, ২১ আগস্ট ২০২৪
গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এসময় তারা গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

এদিকে, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদারের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহিদুর রহমান টুটুল, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন আহমেদ মুক্ত, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মন্টু মৃধা ও যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতারা। 

আরো পড়ুন:

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রমুখ।

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়